হাজী চান্দমিয়া সড়কের বেহাল দশা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বন্দরনগরীর অতি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বহদ্দারহাট থেকে হাজী চাঁন্দমিয়া সওদাগর সড়কটি খতিবেরহাট, মাঝির দোকান চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, জামেয়া দারুল মাআরিফ আলইসলামিয়া, হাজিরপুল ও অনন্যা আবাসিক হয়ে অক্সিজেনকুয়াইশ সড়কে সংযুক্ত হয়েছে। জনবহুল এই সড়কে রিকশা সিএনজি, টেম্পু, মালবাহী গাড়ি ও অসংখ্য প্রাইভেট গাড়িসহ প্রতিদিনই চলাচল করে লাখো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙাচোরা, খানাখন্দ আর কাদা পানিতে একাকার হয়ে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে দীর্ঘকাল, বর্তমানে হাজী চান্দমিয়া সড়কের বেহাল দশা। যান চলাচলে অযোগ্য এই সড়কে বিড়ম্বনার যেন শেষ নেই জনসাধারণের। সড়কটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কারই হচ্ছে না মাঝেমধ্যে কিছু কংকর বালু ফেলতে দেখা যায়, এলাকার লোকজন বাজার, মসজিদে যেতে, ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে দুর্বিষহ জীবন পার করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ ও অত্র নির্বাচনী এলাকায় পদপ্রার্থী এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়োজিত সেবা সংস্থার যথাযথ কর্তৃপক্ষের নিকট এর কার্যকরী পদক্ষেপ গ্রহণের সবিশেষ অনুরোধ জানাচ্ছি।

মাহমুদ মুজিব

শিক্ষক, জামেয়া দারুল মাআরিফ আলইসলামিয়া চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধউইলিয়াম ফকনার : নোবেল বিজয়ী ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধবাবা তুমি