চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। শুধু চেহারা দেখা গেলে হবে না। আমি যদি রাস্তায় না পাই তাহলে ব্যবস্থা নিব। আমি যেকোন মুহূর্তে আসবো রাস্তায় যদি ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে না পাই তাহলে ও মুহূর্তে চাকরি শেষ। ডিউটি ফুল টাইম করতে হবে, হাজিরা দিয়ে বাসায় চলে যাওয়া চলবে না। আমি শুনেছি যে আপনারা স্প্রে পরিচিত লোক দেখে দেখে মারেন। যারা পরিচিত তাদের বাসায় মারবেন, যারা অপরিচিত তাদের বাসায় মারবেন না এটা হতে পারে না। আপনারা সব জায়গায় মশার স্প্রে করবেন। ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শনের অংশ হিসেবে গতকাল রোববার ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা যাচাই করেন।
মেয়র আরো বলেন, আমি দেখতে পাচ্ছি সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রমে। পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার এবং ওয়ার্ড সচিব ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম ও কর্মীদের উপস্থিতি তদারকি করবেন। দায়িত্বে অবহেলা করায় অনেককে ইতোমধ্যে বদলি করে দিয়েছে। প্রয়োজনে আরো বদলি, বরখাস্ত করা হবে। এলাকাবাসী অভিযোগ করেছে দেওয়ান বাজার ওয়ার্ড বাজারের পাশে সাব–এরিয়ার মুখে অবৈধ মাছের বাজার করে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করব তবে এলাকাবাসীকেও পুনর্দখল ঠেকাতে ভূমিকা রাখতে হবে। আপনারা যারা এলাকাবাসী আছেন তারাও মনিটরিং করুন, যে কোন সমস্যায় আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। চাকরি স্থায়ী হোক আর অস্থায়ী হোক দায়িত্ব পালন না করলে চাকরি থাকবে না। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ–প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।