যুব সমাজ আইপিএল ক্রিকেটসহ বিভিন্ন জুয়া খেলায় আসক্ত হওয়ায় তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কাউন্সিলর জহর লাল হাজারীর নেতৃত্বে এলাকাবাসীকে সাথে নিয়ে নগরীর হাজারী লেইন শিব মন্দির চত্ত্বরে গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় জহর লাল হাজারী বলেন, আইপিএল ক্রিকেটের জুয়ার জালে জড়িয়ে অনেক পরিবার আজ ধ্বংসের পথে। জুয়ায় সর্বস্ব হারিয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। মরণঘাতি জুয়াখেলা বন্ধে তিনি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
রতন আচার্য্যের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা স্বপন আচার্য্য, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল ধর, সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, চট্টগ্রাম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য শিবু প্রসাদ দাশ, বাবুল লালা, তাপস দাশ, চট্টগ্রাম বুলিয়ন সমিতির সাধারণ সম্পাদক বিধান ধর, আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু, সাবেক ছাত্রনেতা লিটন দাশ, বিপ্লব চৌধুরী প্রতাপ, সুমন রায় চৌধুরী, উৎপল দাশ, বলরাম চক্রবর্ত্তী, নিপু শর্মা, তারেক চৌধুরী, আনিস আহমেদ মনি, জয় চৌধুরী, নিশাত চৌধুরী, পিয়াস আইচ, অভি চক্রবর্ত্তী, অপূর্ব বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।