হাজারী গলির ঘটনা যুবলীগ নেতা সুমন চৌধুরী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

নগরীর হাজারী গলিতে যৌথবাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ নভেম্বর রাতে নগরীর লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মোহাম্মদ ওসমান নামে একজন ব্যবসায়ী ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ৫৬শ জন ইসকন সমর্থক হাজারী গলিতে উক্ত ব্যবসায়ীর দোকান হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে কিছু ইসকন সমর্থক যৌথবাহিনীর ওপর হামলা করে। ওই সময় কিছু দুষ্কৃতকারী যৌথবাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে।

এ ঘটনার সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে ১১ নভেম্বর সন্ধ্যায় নগরীর লাভলেইন এলাকা থেকে সুমন চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক উল্লেখ করে যৌথবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুমন ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।

পূর্ববর্তী নিবন্ধএবার যুবদল নেতাকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধমনছুর ডাকাত আবার গ্রেপ্তার