হাজার মানুষকে আশ্রয় দিলেন পিএইচপি ফ্যামিলি

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। মুহুরিগঞ্জে তাদের স্টিল মিল কারখানায় ১ হাজার বন্যা কবলিত মানুষের জন্য তিন বেলা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছে। পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন জানান, তাঁরা শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করছেন। এতে থাকছে খাদ্য, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য খাবার। মো.মহসিন বলেন,আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যা কবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, উষ্ণ পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ করছি। ইতিমধ্যে ১০০০ জনকে সেবা প্রদান করা হয়েছে এবং গতকাল শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো বলেন, আসল দুর্যোগ শুরু হবে পানি নেমে যাওয়ার পর। তখন তাঁদের পাশে থাকার খুবই প্রয়োজন হবে। পিএইচপি ফ্যামিলি নীরবে দেশের সেবা করে যাচ্ছে।এছাড়াও পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য একাধিক বোট সরবরাহ করেছে। শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগটি বন্যা দুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধরাউজানে বিএনপি নেতৃবৃন্দের সাথে মন্দির পরিচালনা পরিষদের মতবিনিময়