যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই কাউন্টিজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে প্রাণহানি বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসি। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ বলছে, তারা জানে না কত মানুষ নিখোঁজ রয়েছেন। তবে তাদের হিসাবে প্রায় এক হাজার লোক নিখোঁজ। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে লোকেদের অবস্থান শনাক্ত করা কঠিন করে তুলেছে। খবর বাংলানিউজের।
গভর্নর জোশ গ্রিন এই দাবানলকে হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন এবং বলেছেন এটি একটি হৃদয়বিদারক দিন। তিনি বলেন, দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত পর্যটন শহর লাহাইনার ৮০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং প্রায় এক হাজার ৭০০টি ভবন ধ্বংস হয়ে গেছে। গেল মঙ্গলবার মাউইয়ে দাবানল শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। হারিকেন দোরায় সৃষ্ট বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ পর্যন্ত ১৪ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। ১১ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বড় দুর্যোগের ঘোষণা দিয়েছেন।