হাইদগাঁও কৃষক কল্যাণ পেশাজীবী সমবায় সমিতির উদ্যোগে হাইদগাঁও প্রতিভা সন্ধানীর (২০১৮ ও ২০১৯) বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু জাফর চৌধুরী।
হাইদগাঁও কৃষক কল্যাণ পেশাজীবী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিয়দের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী মাহাবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি পরীক্ষার সদস্য সচিব মো. আবুল কালাম। এতে বিশেষ অতিথি ছিলেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, সিরাজুল ইসলাম মাস্টার, ইছহাক মিঞা মেম্বার, আমির হোসেন, আবুল হাসনাত ফয়সাল, বিএম জসীম, নাছির উদ্দীন, প্রকৌশলী ফরহাদ মু. নিজাম উদ্দীন, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল কান্তি তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে শির্ক্ষাথীদের প্রায় ত্রিশ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।