চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–দক্ষিণ বিভাগের অভিযানে চার যানবাহনের হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে এসব গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এসময় গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় আরও চার যানবাহন আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ওয়াসা মোড়ে এই অভিযান চালানো হয়। সিএমপি’র ট্রাফিক–দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হোযাইফাহ সরকারের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ওয়াসা মোড়ে অতিরিক্ত শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ ও পরিবেশ দূষণকারী কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিসি–ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে বিভিন্ন ধরনের গাড়ি চেক করা হয়। যে সব গাড়িতে হাইড্রোলিক হর্ণ পাওয়া গেছে সেগুলো খুলে রেখে এসব গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন–২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার বিরোধী অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক–দক্ষিণ বিভাগের (টিআই–প্রশাসন) অনিল বিকাশ চাকমা, চাকমা, টিআই (চকবাজার) মোঃ মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মঈনুদ্দিন ফয়সল, সার্জেন্ট পুলক দেব, সার্জেন্ট ইমরান আলী, সার্জেন্ট শামীমা আকতার, এটিএসআই মোঃ আব্দুল আহাদ, বিএনসিসি ও স্কাউটস্ দল।












