হাইড্রোজেন পারঅক্সাইড পরিবহনে সিঙ্গাপুরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর বন্ধ করে দেয়া হাইড্রোজেন পারঅক্সাইড হ্যান্ডলিং শুরু করেছে সিঙ্গাপুর পোর্ট। জায়গার সংকট দেখিয়ে সিঙ্গাপুর পোর্ট কেমিক্যালটি হ্যান্ডলিং বন্ধ করে দিয়েছিল। তাদের এ পদক্ষেপের পর বিভিন্ন শিপিং কোম্পানি চট্টগ্রাম বন্দরে হাইড্রোজেন পারঅক্সাইড জাহাজীকরণ বন্ধ করে দেয়। অবশেষে সিঙ্গাপুর পোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হাইড্রোজেন পারঅক্সাইড পরিবহন স্বাভাবিক হয়ে আসবে বলেও সূত্র জানিয়েছে।
গার্মেন্টসের ওয়াশিং প্ল্যান্টের অত্যন্ত জরুরি উপকরণ হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন পারঅক্সাইড। একসময় বিদেশ থেকে এ কেমিক্যালটি আমদানি করা হতো। কিন্তু বর্তমানে দেশে এটি উৎপাদিত হয়। এতে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। চট্টগ্রামের স্মার্ট গ্রুপের আল রাজী কেমিক্যাল কমপ্লেক্স দেশের অন্যতম শীর্ষ হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে হাইড্রোজেন পারঅক্সাইড রপ্তানি হয়ে থাকে। গত ৪ জুন নিজেদের উৎপাদিত এবং রপ্তানির জন্য সংরক্ষিত হাইড্রোজেন পারঅক্সাইড বিস্ফোরণে স্মার্ট গ্রুপের মালিকানাধীন বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের পর পিএসএ সিঙ্গাপুর হাইড্রোজেন পারঅক্সাইড ভর্তি কন্টেনার গ্রহণ স্থগিত করে। সিঙ্গাপুর বন্দরের উক্ত চিঠির পর গত ৯ জুন থেকেই বিভিন্ন শিপিং কোম্পানির জাহাজে পণ্যটি পরিবহন বন্ধ হয়ে যায়। এর ফলে কোটি কোটি টাকার হাইড্রোজেন পারঅক্সাইড পরিবহন এবং রপ্তানি বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিয়ে স্মার্ট গ্রুপ ও আল রাজী কেমিক্যাল কমপ্লেক্স সিঙ্গাপুর মেরিটাইম অথরিটির সঙ্গে একাধিকবার সভা করে। এতে স্মার্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয় যে, হাইড্রোজেন পারঅক্সাইড একটি ক্ষার জাতীয় তরল, যা কোনোভাবেই দাহ্য কিংবা বিস্ফোরক নয়। সিঙ্গাপুর পোর্ট যেখানে বিস্ফোরকসহ অন্যান্য ডেঞ্জারাস কার্গো নিয়মিত হ্যান্ডলিং হচ্ছে সেখানে শুধু হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর নিষেধাজ্ঞা সবাইকে বিস্মিত করেছে। স্মার্ট গ্রুপের পক্ষ থেকে ট্রানজিট হিসেবে পণ্যটি গ্রহণের অনুরোধ জানানো হয়।
অবশেষে দুইপক্ষের দীর্ঘ আলাপ আলোচনা এবং চিঠি চালাচালির পর সিঙ্গাপুর পোর্ট তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গতকাল (বৃহস্পতিবার) পিএসএ থেকে ইমেইলে স্মার্ট গ্রুপকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিংগাপুর পোর্ট থেকে বিভিন্ন শিপিং এজেন্সিকেও বিষয়টি জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেটউইনারের সাথে চুক্তি বাতিল করলেন সাকিব
পরবর্তী নিবন্ধঅর্ডার কম, বেড়েছে উৎপাদন খরচ