নগরীর একেখান মোড়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপের অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ শওকত আলী।
এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাশেম আলী। তিনি জানান, দীর্ঘদিন ভোগদখলে স্থিত থাকলেও কিছুদিন পূর্বে পাঁচলাইশ একটি হাসপাতালের ম্যানেজার প্রায় শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে টিনের ঘেরা বেড়া দিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে যা বেআইনি। জায়গাটি বি.এস সরকারী খাস খতিয়ানে গেলেও আর.এস ও পি.এস খতিয়ান ব্যক্তি মালিকানাধীন ফকিরতালুক নিবাসী আহমেদুর রহমানের নামে চূড়ান্ত রয়েছে।
আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই দখল বাণিজ্যে জড়িত তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, ফরহাদ পারভেজ, হাসান চৌধুরী, আবুল হাশেম চৌধুরী, আরিফ হোসেন বাবলু, এডভোকেট রুহুল আমিন, খুরশিদ আলম, মোহাম্মদ ইউসুফ, আকতার আলী, সেলিম মিয়া, নাজিম চৌধুরী, আহসানুল চৌধুরী, মোঃ শাহজাহান শেখ, মোঃ হাসান মিয়া, মোঃ মাসুদ মিয়া, আবু বক্করসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।