ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারের চাপায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনার পর গাড়িটির চালক মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক ওসি এরশাদ আহমেদ। তিনি বলেন, তারা (শিক্ষার্থীরা) সাতজন হেঁটে যাওয়ার সময় একটি সেডান কার উঠে গেলে তিনজন আহত হন। আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের পা ভেঙেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি। খবর বিডিনিউজের।
ইতোমধ্যে এই দুর্ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তার পাশ দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় সাদা একটি প্রাইভেট কার তাদেকে পেছন থেকে চাপা দেয়। পরে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখা গেছে।
ওসি এরশাদ আহমেদ রহমান বলেন, ঘটনার পর আমরা প্রাইভেটকার জব্দ ও গাড়ির মালিককে আটক করেছি। ব্যবসায়ী এই ব্যক্তি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার সঙ্গে আর কেউ ছিল না। তার ড্রাইভিং লাইসেন্স আছে। আটক ব্যক্তি জানিয়েছেন, গাড়ির চাকা ফেটে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। আমরা পরীক্ষা–নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হতে পারব।