কক্সবাজার সদরের খুরুশকুলে প্রকাশ্যে ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আনোয়ারা বেগম ওরফে কাঞ্চনি (৫০)। গতকাল সোমবার সকালের দিকে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই নারী কারবারি খুরুশকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর হামজারডেইল ঘোনার পাড়া এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির সামনের একটি রাস্তায় পাশে দাঁড়িয়ে একটি কৌটায় ভরা ইয়াবা ডেকে ডেকে বিক্রি করছেন ইয়াবা কারবারি নারী কাঞ্চনি। তাকে বলতে শোনা যায়, এই নাও একটি ১৮০ টাকা। এ সময় বেশ কয়েকজনকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। সোমবার সকাল থেকে এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা জানান, গ্রেপ্তার কাঞ্চনি এক সময় থানায় দালালি করতেন। এক পর্যায়ে কয়েক বছর ধরে ইয়াবা বিক্রিতে জড়িয়ে পড়েন। আশ্চর্যের বিষয় হচ্ছে, বাড়ি ও বাড়ির সামনের দোকানেই প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছেন কাঞ্চনি। মাদকসেবীরা রাত–দিন প্রকাশ্যে তার কাছ থেকে ইয়াবা কিনে সেবন করে।
কঙবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে রাস্তায় ডেকে ডেকে ইয়াবা বিক্রি করার ঘটনায় ওই নারীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০০ পিস ইয়াবা, ২৯টি ইয়াবা খাওয়ার স্ট্র, সেবনের ১ টুকরো ফয়েল পেপার, ১টি খালি পলিজিপার ও ১টি ইয়াবা রাখার কৌটা জব্দ করা হয়।
ওসি আরও জানান, তিনটি মাদক মামলাসহ থানায় চারটি মামলা রয়েছে কাঞ্চনির বিরুদ্ধে। তার প্রকাশ্যে ইয়াবা বিক্রি পুলিশকেও হতবাক করেছে।