রাউজানের হলদিয়া ইউনিয়নের হযরত ইয়াছিন শাহ স্কুল অ্যান্ড কলেজের একেএম ফজলুল কবির চৌধুরী হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হচ্ছিল। কলেজের পাশের রাস্তায় তখন দুই গ্রুপের মধ্যে চলছিল হাতাহাতি। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বর্ধিত সভার আগে-পরে কোনো মিছিল করা যাবে না বলে দলীয় নেতাকর্মীদের জানানো হয়েছিল। হঠাৎ অতি উৎসাহী কিছু যুবক রাস্তায় স্লোগান দিতে থাকলে একটি দল তাদের বাধা দেয়। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্কের পর হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ গাড়ি থেকে নামছিলেন। তিনি উভয় পক্ষকে শান্ত করেন।
জানা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচন ইস্যুতে বর্ধিত সভাটি ডাকা হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব ও সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলাম বাহাদুর, জসিম উদ্দিন চৌধুরী, আবু তাহের চৌধুরী, এস এম বাবর, আবদুল মোমেন চৌধুরী, মাহবুবুল আলম, সুমন দে, হাসান মোহাম্মদ রাসেল, মুহাম্মদ মুছা খান, আবদুল লতিফ, তসলিম উদ্দিন, জহুরুল ইসলাম ছিদ্দিকী, আবদুল কুদ্দুছ মাস্টার, মফিজুল ইসলাম সিকদার, একেএম তহিদুল হায়দর, মুহাম্মদ জাফর সিকদার ও সাইদুল খাকী। একই দিন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু। প্রধান অতিথি ছিলেন কাজী আব্দুল ওহাব। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী।