চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে শাখা ছাত্রদলের প্রীতি ভোজের অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছে চবি শাখা ছাত্রদল। এ ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে শাহজালাল হলে প্রীতি ভোজটি শেষ হওয়ার পর ফেরার পথে হল গেট বন্ধ করে ছাত্রদল নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয়। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ছদ্মবেশী একটি উগ্র গোষ্ঠীর রাজনৈতিক কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের বহিরাগত বলে মিথ্যা স্লোগান দিয়ে হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের একজন কর্মী আহত হন। অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো হলে তাদের কমিটি ঘোষণা ও কার্যক্রম পরিচালনা করতে পারলেও, ছাত্রদলের শান্তিপূর্ণ কার্যক্রমে বারবার বাধা দেওয়া হচ্ছে, যা উদ্দেশ্যমূলক এবং নিন্দনীয়। গণঅভ্যুত্থানের পর থেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ধরনের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।