হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন ৩৮ জন

রাকসু নির্বাচন

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

দীর্ঘ সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার কেন্দ্রীয় সংসদ ও ১৭টি হল সংসদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যাচ্ছে, নারীদের হলের ৯০টি এবং ছেলেদের হলের ১৬৫টি পদ রয়েছে। ২৫৫টি পদের মধ্যে মোট ৩৮ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। ৩৮ জনের মধ্যে ৩৫টি সম্পাদকীয় পদ এবং বাকি তিনটি কার্যকরী সদস্য পদ। ৩৮ জনের মধ্যে ৩৫ জনই মেয়েদের হলের; বাকি তিনজন ছাত্র হলের। মেয়েদের হলে ২৭ জন সম্পাদকীয় পদে এবং আটজন সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। খবর বিডিনিউজের।

ছেলেদের হলের একজন সম্পাদকীয় পদে এবং দুজন কার্যকরী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এছাড়া ছেলেদের হলে কোনো পদ শূন্য না থাকলেও মেয়েদের হলে চারটি কার্যকরী সদস্য পদ শূন্য রয়েছে। অর্থাৎ এসব পদে কেউ প্রার্থী হননি। এছাড়া রাকসুতে মোট পদ ২৩টি; সেখানে মোট ২৩ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন। মেয়েদের হলে ৯০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৩৯ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদরাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে তোড়জোড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের রাকসু ও হল সংসদে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে ১৭ হাজার ৬০০ জন ছাত্র এবং ১১ হাজার ৩০৫ জন ছাত্রী।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতি : বন্দর থানায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষকরা যমুনা অভিমুখে, জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ