হরিনখাইন সৈয়দ আহমদ চৌধুরী সড়কের মেরামত কাজ পরিদর্শন

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

পটিয়ায় গ্রামীণ সড়ক নির্মাণ কাজের পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। গতকাল রবিবার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন সৈয়দ আহমদ চৌধুরী সড়ক মেরামতের গ্রামীণ এ সড়ক পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় এম এয়াকুব আলী বলেন, হরিণখাইন গ্রামের এ রাস্তাটি অবহেলিত ছিলো। সড়কটির মেরামতের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট লাঘব হবে। ইউনিয়নের তৃণমূল পর্যায়ের জনসাধারণ এই সুফল ভোগ করবে। এর ফলে কৃষকদের উৎপাদিত ফসল বজারজাত করন আরও সহজ হবে ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, হাজী নুরুল ইসলাম, জাফরুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, শাহ আলম, মোরশেদ আলম চৌধুরী, সোলাইমান চৌধুরী, আমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ নুর হাসান। উল্লেখ্য, হরিণখাইন সৈয়দ আহমদ চৌধুরী ১.৪ কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে ৭৫.৭৩ লাখ টাকা সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির অর্থ কমিটির সভা