হরতাল প্রতিহতের ডাক নগর আ. লীগের

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

হেফাজত ইসলাম ধর্মকে ডাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ইস্যুহীন ও জনগণ প্রত্যাখ্যাত বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামতে চায়। তাদের যেকোন ধরনের অপতৎপরতার কঠোরভাবে জবাব দেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকমন্ডলীর এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা হেফাজতের আজ রবিবারের হরতালকে প্রতিহত করার ডাক দিয়েছেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার সকাল ৯টায় দারুল ফজল মার্কেট চত্বর, অঙিজেন মোড় এবং বহদ্দারহাট মোড়ে নাশকতা ও নৈরাজ্য বিরোধী অবস্থান-সমাবেশ কর্মসূচি পালন করার। উল্লেখিত স্থানগুলোতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো হতে মিছিল সহকারে সমাবেশগুলোতে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সমগ্র জাতি যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একাত্ম ও আত্মনিবেদিত, ঠিক তখনি চিরচেনা ঘৃণিত ও বিবেক বুদ্ধিহীন মানবতা বিরোধী ঘাতকদের পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য জানান দিচ্ছে এখন আর সময় ক্ষেপনের ফুসরত নেই এবং পাল্টা আঘাত হেনে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড.ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সম্পাদকমন্ডলীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, জহুর আহমদ, জালাল উদ্দিন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মো. শহীদুল আলম ও জহরলাল হাজারী।

পূর্ববর্তী নিবন্ধআজ মহানগরে, কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধহরতালে বাস চালাবে সড়ক পরিবহন মালিক সমিতি