হযরত সৈয়দ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারীর ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ভাগিনা সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী মঙ্গলবার দিবাগত রাত ৩টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বুধবার বাদে আসর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অনেক ভক্তঅনুরক্ত, আত্মীয়স্বজন রেখে গেছেন। সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহবুবুল আলম
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ