হযরত শাহ জালাল বোখারির (রহ.) বার্ষিক ওরশ

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

উগ্রতা ও প্রতিহিংসা চরিতার্থ করা, হত্যা জুলুুম ও মিথ্যার কৌশলে বিশ্বে ইসলাম পৌঁছেনি, বিশ্বে ইসলামের ব্যাপকতা পেয়েছে হক্কানী আউলিয়াদের মাধ্যমে। নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ফতেহবাদ (চৌধুরী হাট) হযরত শাহ জালাল বোখারীর (রহঃ) বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। ২৬ জানুয়ারি দিনব্যাপী ওরশের কর্মসূচির মধ্যে ছিলো খতমে কুরআন, খতমে বোখারী, খতমে গাউসিয়া, আলোচনা, মাজার কমপ্লেক্স অধীনে সুন্নি নুরানী মাদরাসা হেফজখানার ছাত্রদের দস্তারে ফজিলত, ফ্রি চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ। মসজিদ ও মাজার শরীফের মুতাওয়াল্লি মুহাম্মদ আলী কোম্পানীর সার্বিক তত্ত্বাবধানে এবং ছালেহ আহমদ আনসারীর সভাপতিত্বে ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী। আলোচক ছিলেন আল্লামা আবুল আসাদ জোবাইর রেজভি, . মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াস আলকাদেরী। মাওলানা সিরাজুল ইসলাম ইদ্রিসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মাবুদ, মাওলানা জানে আলম, মাওলানা আমিরুল ইসলাম খান, হাফেজ মাওলানা শাহেদুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম ফতেয়াবাদী, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা মফজল আলম, মাওলানা ইউসুফ বাহার, হাফেজ মাওলানা আতিকর রহমান, মাওলানা শামশুল আলম সিদ্দিকি, মাওলানা আলী আকবর, মাওলানা রায়হান কাদেরী, মাওলানা গিয়াস উদ্দিন কাদেরি, মাওলানা জিয়াউল হক, মাওলানা রফিকুল ইসলাম নেজামি প্রমুখ। পরে সালাত সালাম মিলাদ কিয়াম দোয়া মুনাজাত ও তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসরফভাটায় রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ