সুলতানুল আরেফীন হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) আসন্ন বার্ষিক ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল রবিবার বিকেল ৩টায় দরগাহ্ শরীফের অফিসে অনুষ্ঠিত হয়।
আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সুলতানুল আরেফীন হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ দরগাহ্ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দরগাহ শরীফের মোতওয়াল্লী সৈয়দ মুহাম্মদ গোলাম সরওয়ার। দরগাহ শরীফ পরিচালনা কমিটির সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এড. নুরুল ইসলাম চৌধুরী লিটু, আবদুর রহমান খাদেম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাদেম, মোহাম্মদ সুলতানুর রহমান খাদেম, ফজলুর রহমান সওদাগর, মোহাম্মদ আমিনুল হক বাবুল, আবুল কালাম আবু কন্ট্রাক্টর প্রমুখ। ওরশ শরীফের কর্মসূচির মধ্যে খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে খাজেগান, গেয়ারবী শরীফ, দেশখ্যাত আলেম, ওলামাগণের মাধ্যমে হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রা.)’র জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, ফাতেহা শরীফ, আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ। ওরশে জাতি, ধর্ম–বর্ণ নির্বিশেষে হযরতের ভক্ত ও অনুরক্তদের উপস্থিত হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।











