হযরত দিলা মিঞা শাহ্‌ (রহ.) এর ওরশ আজ

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

হযরত দিলা মিঞা শাহ্‌ (রহ.) বার্ষিক ওরশ আজ রাউজানের নোয়াপাড়ার কচুখাইনস্থ দিলা ভান্ডার দরবারে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, কাওয়ালি মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই লতিফিয়া দরবারে মাহফিল আগামীকাল
পরবর্তী নিবন্ধসততা ও ন্যায়পরায়ণতা প্রকৃত মুসলমানের আদর্শ