হযরত তৈয়্যব শাহ্‌ (রহ.)’র ওরস ও কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে আলোচনা

আনজুমান ট্রাস্টের প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ১ জিলহজ্জ খাজায়ে খাজেগান খাজা আবদুর রহমান চৌহরভী রাহমাতুল্লাহি আলাইহি’র ১০৪তম ও ১৫ জিলহজ্জ আওলাদে রাসুল, গাউসে জমান, হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ রাহমাতুল্লাহি আলাইহি’র ৩৩ তম সালানা ওরস মোবারক উদযাপন এবং কোরবানির চামড়া সংগ্রহ উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বুধবার পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে অনুষ্ঠিত হয়। আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দীন, নুরুল আমিন, মাহবুবুল আলম, মোহাম্মদ হোসাইন খোকন, মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াছ, মহানগর আওতাধীন থানা আহ্বায়ক কমিটির এবং উত্তর ও দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ও আওতাধীন উপজেলা/ পৌরসভার সদস্যবৃন্দ।

ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন যাকাতফিতরা কালেকশনের জন্য গাউসিয়া কমিটির সদস্যদের শুকরিয়া আদায় করে বলেন, আপনারা হচ্ছেন আনজুমানজামেয়ার চালিকাশক্তি। আসন্ন ওরস মোবারক ও কোরবানির চামড়া সংগ্রহেও পর্যাপ্ত ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে সকলের নিকট হতে গঠনমূলক প্রস্তাব আহ্বান করেন। সকলের নিকট হুজুর কেবলায়ে আলমের সালাম পৌঁছে দিয়ে সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনজুর আলম বলেন, ঈমানদারের সম্পর্ক মদিনাওয়ালার সাথে, ঈমানের শুরু মদিনা হতে, শেষও হবে মদিনায়। সমপ্রতি শেষ হওয়া শাহানশাহে সিরিকোটি (রহ.)’র ওরস মোবারক সফল করায় তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ভুলত্রুটি শুধরে নিয়ে পারস্পরিক সমপ্রীতি বাড়াতে হবে। এজন্য সবার আগে আমিত্ব ত্যাগ করতে হবে। সকলের পূর্ণ সহযোগিতা পেলে আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটিকে আরও বহুদূর এগিয়ে নেওয়া যাবে।

আসন্ন সালানা ওরস মোবারক উদযাপন ও কোরবানির চামড়া সংগ্রহের সার্বিক প্রস্তুতি নিয়ে মুক্ত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ওরস মোবারকদ্বয়ে পীরভাইবোন ও আশেকানদের উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিলের আহ্বান জানানো হয়। আনজুমান ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসহ সারাদেশে শতাধিক দ্বীনি প্রতিষ্ঠানের মিসকিন ফান্ডের জন্য কোরবানির পশুর চামড়াসমূহ সংগ্রহ বিষয়ে স্থানীয় গাউসিয়া কমিটির সদস্যদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও আহ্বান জানানো হয়। শেষে ওরস মোবারকদ্বয়ের সফলতা কামনা ও চামড়া সংগ্রহের বিশাল কর্মযজ্ঞের সাথে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. ওবায়েদুল্লাহ ছিলেন আমাদের চিন্তা চেতনা শিক্ষাদর্শের প্রেরণা
পরবর্তী নিবন্ধদ্বীনের পথে চলতে কারো পরোয়া না করে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে