চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের মোহতারাম খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন বলেছেন– জাতীয় জীবনে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত একটি জাতি গঠন এর আবশ্যকীয়তা থাকলেও তা এখনো গুমরে মরছে। এক্ষেত্রে দেশব্যাপী মাদরাসা শিক্ষা এক ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে। জাতীয় নীতি নির্ধারণসহ সর্বস্তরে মাদরাসা শিক্ষার্থীদের সফল পদচারণা বিস্ময়ের বিস্ময়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখনো পর্যন্ত ক্ষেত্র বিশেষে মাদরাসা শিক্ষা গুরুত্বহীন। যা জাতীয় উন্নয়ন অগ্রগতির অন্তরায়। স্খলনমুক্ত ও নৈতিকতাসমৃদ্ধ প্রজন্ম গঠনে মাদরাসা শিক্ষার অবদান কোনভাবেই বিস্মৃত হবার নয় বলে মন্তব্য করে তিনি সর্বত্র মাদরাসা শিক্ষাকে প্রমোট করতে সকলের নিকট উদাত্ত আহবান জানান।
তিনি হযরত টাক শাহ মিয়া ইসলামিক একাডেমির পরিশীলিত ব্যবস্থাপনা, আধুনিক ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি, নয়নাভিরাম আবাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেন– এধরনের শিক্ষালয় শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হযরত টাক শাহ মিয়া ইসলামিক একাডেমির উদ্যোগে বুধবার বিকেল ৫ টায় একাডেমি ক্যাম্পাসে প্রতিষ্ঠানের ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। একাডেমির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে আয়োজিত ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছোবহানিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহিরা এফ কে জামিউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক আল্লামা এম মুহিউদ্দিন তাহেরি। মাওলানা তানভীর আজহারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আনিসুর রহমান, একাডেমির ডিএমডি আবু তাহের আহমেদ রেজা, হাফেজ রবিউল হোসাইন, হাফেজ এহসানুল হক, হাফেজ কারী মাওলানা মোসাদ্দেক হোসাইন, মাওলানা গোলাম মহিউদ্দিন, হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।