হযরত খাজা কালুশাহ (রহঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২১ মার্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এ.কে.এম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। শিক্ষক মোঃ আব্দুল মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান আকবর, ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন আজিজ, আলহাজ্ব সিরাজ উদৌলা সওদাগরসহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। শেষে সম্মাননা স্মারক ও ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।