হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সমিতির হাট এলাকায় হযরত কাশেম শাহ্ ক্রিকেট লিগের ফাইনাল খেলা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উ,পি হিটসকে পরাজিত করে উ,পি রেনিগেডস চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ফুলকলি জিএম এম এ সবুর। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাইজিং পলি লিমিটেডের পরিচালক জমির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের, মোহাম্মদ হারুন, মোহাম্মদ তারেক,রাশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।