হযরত আহমদ ছাফা (রহঃ) ইবতেদায়ী মাদরাসায় সভা

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সভায় মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সভায় মাদ্রাসার নতুন ভর্তি কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রমের মাধ্যমে ভর্তি হওয়া ছাত্রদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলা দরবার শরীফে ওরশ মাহফিল আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধতনজিমুল মোছলেমিন এতিমখানার নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ