‘হযরত আলী রজা কানু শাহ (রা.) দ্বীন ও মাজহাবের খেদমতের আত্মনিবেদিত প্রাণ’

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সুফিতত্ত্বের গভীর অনুশীলন, জ্ঞান সাধনা, ইসলামী সাহিত্য ও সংস্কৃতির চর্চায় এতদঞ্চলের একজন অলিয়ে কামেল, বেলায়তের সম্রাট, মহাকবি, কুতুবে মখতুব, শাহীন শাহছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রা.) অসাধারণ অবদান রেখে গেছেন। বহু গ্রন্থ রচনার পাশাপাশি দ্বীন ও মাজহাবের খেদমতেও আত্মনিবেদিত ছিলেন হযরত কানু শাহ (রা.)। আঞ্জুমানে পাক পঞ্জেতন শাহ্‌ আলী রজা (🙂 কমিটির ব্যবস্থাপনায় গত ১৪ জানুয়ারি আনোয়ারা উপজেলার আলীনগরস্থ হযরত আলি রজা কানু শাহ (রা.)’র বার্ষিক ওরশ মোবারকে সভাপতির বক্তব্যে বড় মিঞা রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি..) উপরোক্ত কথাগুলো বলেন। পরিচালনার দায়িত্ব ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়াসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ভক্ত মুরিদান সহ প্রমুখ। উক্ত ওরশ মোবারক উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক জুলুস সহকারে র‌্যালি প্রদক্ষিণ করে। উল্লেখ্য, শাহ সুফি হযরত কানু শাহ (রা.)’র নির্দেশিত বিষু এবং বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবরুক বিতরণসহ তিনদিন ব্যাপী বিবিধ কর্মসূচি পালিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আলম মুন্সি
পরবর্তী নিবন্ধতারেক রহমানের আগমন উপলক্ষে নগর বিএনপির প্রস্তুতি সভা