খলিফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ আমিনুল হক প্রকাশ পানি শাহ্’র (ক🙂 ৬৮তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৯ মার্চ হাটহাজারী উপজেলার ধলই আমিন ভাণ্ডার গাউসিয়া আমিন মঞ্জিলে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপি কর্মসূচির মধ্যে ১৮ মার্চ খতমে কুরআন ও খতমে গাউসিয়া মাইজভাণ্ডারী, হাদিয়া মিছিল, হতদরিদ্রদের ঈদসামগ্রী বিতরণ, পবিত্র বদর দিবস স্মরণে ইফতার মাহফিল, মাজার শরীফ গোসল, আল আমিন স্মরণীকার মোড়ক উন্মোচন এবং ১৯ মার্চ হাদিয়া জবেহ, রওজা শরীফে পুষ্পমাল্য অর্পণ, কেন্দ্রীয় মিলাদ ও সেমা পরিশেষে তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হবে। ওরশ শরীফে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ মাহবুবুল বশর শাহ্ ছাহেব (ম🙂। প্রেস বিজ্ঞপ্তি।