হযরত আবদুল মজিদ শাহের ওরশ আজ

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শাহসুফি হযরত মাওলানা কাজী আবদুল মজিদ শাহ আলকাদেরী প্রকাশ বড় মৌলানা সাহেবের বার্ষিক ওরশ মাহফিল আজ পশ্চিম কধুরখীলের কাজী বাড়ির দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে রয়েছেখতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল ও জিকির।

এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আব্দুল মান্নান মনা, হারুন অর রশিদ, হাজি মোহাম্মদ আলম ববি, হাজী জাহাঙ্গীর আলম ও সাংবাদিক লোকমান চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আবৃত্তি হচ্ছে শিল্পীর স্মৃতির ধারাবাহিক সবাক চিত্র’
পরবর্তী নিবন্ধরেল স্টেশন থেকে গাঁজাসহ একজন গ্রেপ্তার