হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক কলহ

রাউজানে গৃহবধূ হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা একমাত্র প্রতিবন্ধী কন্যা এখন নানাবাড়িতে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:২০ পূর্বাহ্ণ

রাউজানে বালিশ চাপায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী মো. এনামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার নিহতের নুর জাহানের পিতা মো. হাসান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পারিবারিক কলহ। এনাম প্রবাস থেকে আসার পর থেকে অর্থসংকটে পড়ে। এর পাশাপাশি আরেকটি বিয়ে করার জন্য এনাম উঠেপড়ে লেগেছিল। এ কারণে স্ত্রীকে প্রায় সময় নির্যাতন করে আসছিল। গতকাল সোমবার দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষে তার পিতা মরদেহ নিয়ে যায় ফটিকছড়ি বাড়িতে। সেখানে তাকে সমাহিত করা হয়। জানা যায়, নুর জাহান দম্পতির তিন বছরের প্রতিবন্ধী এক কন্যা সন্তান রয়েছে। তাকে নিয়ে গেছে নানার বাড়িতে।

উল্লেখ্য, গত ৪ বছর আগে প্রেমের সম্পর্কে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে নিহত নুর জাহান আকতার মনির সাথে রাউজানের হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার এনামের বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় তাদের সংসারে আসে কন্যা সন্তান। গত রোববার বিকালে স্বামী এনামুল নুরজাহানকে নির্যাতনের পর বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন বানচালে বিএনপির অপতৎপরতা জনগণ রুখে দেবে
পরবর্তী নিবন্ধসাজেকে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু