কখনও–সখনও কিছু মানুষের কাছে কিছু কথা
কখনও–সখনও কিছু মানুষের কাছে কিছু ছবি
জন থেকে জনে শ্রুতির মতোন
হাত থেকে হাতে বীজের মতোন
লোক থেকে লোকে শস্যের মতোন
মাঠ থেকে মাঠে ফলে
পথহীন পথিক–মঞ্জিলে মকসুদে
হাওয়ায় হাওয়ায় স্বর্ণালী সুরভি
চাতকের মতো ওড়ে শূন্যতায়
স্থান কাল পাত্র উজিয়ে আবাদী
হতে পারে কিছু কথা কিছু ছবি
হয়ে যায় কিছু কথা কিছু ছবি
অমিয়, অপার, প্রিয়, অন্তহীন