হতাশার বিদায়ে কোপা পুনরুদ্ধার হলো না ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ব্রাজিল মানে শৈল্পিক ফুটবল। ব্রাজিল মানে ফুটবলের ছন্দ। ব্রাজিল মানে ফুটবলের অন্যরকম শিহরন। কিন্তু গত কয় বছরে ব্রাজিলের সে শিল্প, সে ছন্দ, সে শিহরন জাগাতে পারছেনা ফুটবল বিশ্বে। একের পর এক ব্যর্থ হচ্ছে ফুবলের বৈশ্বয়িক আসরে। কি বিশ্বকাপ আর কি মহাদেশীয় কাপ ব্রাজিলের ব্যর্থতা যেন নিয়মিত দৃশ্য। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এবারে কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিতে হলো ব্রাজিলকে। ফলে কোপা আমেরিকা কাপ পূনরূদ্ধার করা হলোনা সেলেসাওদের। ২০১৯ সালে সবশেষ এই ট্রফি জিতেছিল ৯ বারের চ্যাম্পিয়নরা। গতকাল শেষ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে উরুগুয়ে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এবারের কোপা আমেরিকা কাপে চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে জিতেছে মাত্র একটি ম্যাচে। গ্রুপ পর্বে কোস্টারিকার সাথে ড্র করে শুরু করেছিল ব্রাজিল । পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জিতলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু সে কোয়ার্টার ফাইনালের গন্ডি আর পেরুতে পারেনি ব্রাজিল। বিদায় নিতে হয়েছে উরুগুয়ের কাছে হেরে। শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিল খেলেছে বিরক্তিকর ফুটবল। এ যেন ব্রাজিলের ছায়া। ঠিক যেন উল্টো পথে হাটা। ৯০ মিনিটের লড়াইয়ে যেমন ছন্দহীন তেমনি টাইব্রেকারেও ব্যর্থ ব্রাজিলের ফুটবলাররা। যার পরিনতি এমন হতাশার বিদায়। কোয়ার্টার ফাইনালের মত গুরুত্বপূর্ণ মাচটি গোলশূন্য সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ের কোন ব্যবস্থা না থাকায় সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। আর সেখানে গিয়েই খেই হারিয়ে ফেলে ব্রাজিল। প্রথম ৩ শটের ২টিই মিস করে ব্রাজিলিয়ানরা। অন্যদিকে প্রথম ৩ শটের সবকটিই গোল করে উরুগুয়ে। চতুর্থ শট উরুগুয়ে মিস করলেও পঞ্চম শটে উরুগুয়ের জয় নিশ্চিত করে ম্যানুয়েল উগার্তে।

গতকাল লাস ভেগাসে লাতিন ফুটবলে ভক্তরা যেমন ছন্দময় ও সাজানোগুছানো খেলা আশা করেছিলেন তার নামগন্ধও ছিল না দু দলের খেলায়। ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি। তার সঙ্গে সমানতালে চলছিল মারামারির মহড়া। কিছু আক্রমণ হলেও গোল করতে পারেনি কেউ। প্রথমার্ধের শুরুর দিকে ব্রাজিল তেমন আক্রমণে যেতে পারেনি। অন্যদিকে সেলেসাওদের উপর চাপ তৈরি করতে থাকে উরুগুয়ে। ১৮ মিনিটে ডারইউন নুনেজের একটি হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। এক মিনিট পর আবারও আক্রমণে আসে উরুগুয়ে। এবার কর্নার থেকে আসা বল ব্রাজিলের ডিবঙের মধ্যে পড়লে সেখানে শট নেন নিকোলাস ডে লা ক্রুস। তার ক্রস থেকে মাথিয়াস ওলিভেরা হেড করলেও সেটি গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৩৫ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। নাহিতান নন্দেজের ক্রস থেকে নুনেজের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যায় ব্রাজিল। রাফিনহা একাই উরুগুয়ের ডিবঙে বল নিয়ে ঢুকে পড়েন। তবে গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করতে পরেননি। ৪৩ মিনিটে একটি সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ম্যানুয়ের উগার্তের পাস থেকে বল পেয়ে লা ক্রুস যে শট নেন তা চলে যায় বাইরে। ইনজুরি সময়ে একটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু রাফিনহার শট চলে যায় বাইরে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ৫৩ মিনিটেই দুইবার গোলচেষ্টা চালায় তারা। প্রথমটি রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। পরেরটি চলে যায় গোলবারের বাইরে দিয়ে। ৭২ মিনিটে দশ জনের দলে পরিনত হয় উরুগুয়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে বাজে ফাউল করে লালকার্ড দেখেন উরুগুয়ে ডিফেন্ডার নন্দেজ। কিন্তু সে সুযোগও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। অথচ তখন ম্যাচের বাকি ১৫ মিনিট। আক্রমনের চাইতে রক্ষনেই যেন বেশি মনযোগী ছিল ব্রাজিল। হয়তো ম্যাচটাকে টাউব্রেকারে নিয়ে যেতে চেয়েছিল তারা। কারন তাদের ভরসা ছিল গোল রক্ষকের উপর। কিন্তু সে গোল রক্ষক শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি ব্রাজিলকে। খেলা টাইব্রেকারে গড়ালে হারই হজম করতে হয় দরিভাল জুনিয়রের শিষ্যদের। সে সাথে খালি হাতে বিদায় নিতে হয় কোপা আমেরিকা কাপের এবারের আসর থেকে।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পোরেশন পর্যায়ে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু
পরবর্তী নিবন্ধপেনাল্টিতে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড