হতাশাকে দিবো বিদায় আর চ্যালেঞ্জকে করবো স্বাগতম

হামিমা জামিল রুমা | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

একজন মানুষ যখন বেকার থাকে এবং সে বিভিন্নভাবে চেষ্টা করে কিছুনা কিছু করতে হোক সেটা ব্যবসা বা চাকরি তখন কিছু সংখ্যক লোক তাদেরকে নিয়ে নানারকম সমালোচনার ঝড় তোলে। যেটাই করতে চাই তার পেছনে লেগে থাকে অপশক্তি হয়ে, তাদের এমন ভাব থাকে যেনো মানুষটিকে তারা কখনো সফলতার মুখ দেখতে দিবে না।
তারপরও মানুষটি হাল ছাড়েনা চেষ্টা চালিয়েই যায়। ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা কখনো বৃথা যায় না।এটা একটা খুব কঠিন সত্য কথা। এই সত্যি বাক্যটি মনের মধ্যে ধারণ করে সে তার কাজে লেগে থাকে, ফলে একদিন সে সফল ব্যক্তি হিসেবে সবার কাছে অনুপ্রেরণার পাত্র হয়ে উঠে। সফল হওয়ার পর সে সবার কাছে সেলিব্রিটি হয়ে যায় এবং সবাই খুব আগ্রহী হয়ে উঠে তার সফলতার পেছনের গল্প শুনতে। কি অদ্ভুত আমরা মানুষরা তাইনা? একদিন যে মানুষটা জীবনে কিবা করতে পারবে বলে সমালোচনার ঝড় উঠেছিলো আজকে ঠিক সেই একই মানুষটির সফলতার আলোচনায় সবাই ব্যস্ত।
তাই জীবনে সফল হওয়ার গল্পের অবদানটা নিজের কাঁধেই তুলে নিতে হবে! নিজেকেই বারবার হেরে গিয়েও আবার প্রথম থেকে শুরু করার মনমানসিকতা তৈরি করতে হবে! তাহলেইতো আমরা সমালোচনাকে পেরিয়ে আলোচনায় নিজের অবস্থান গড়ে তুলতে সফল হবো। আমরা বিষয়গুলো এভাবেই ভাববো। কে কি বললো ওসবে মন খারাপ করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবোনা। এবার হতাশাকে দিবো বিদায় আর চ্যলেঞ্জকে করবো স্বাগতম। তাহলেইতো এতসাথে সবাই মিলে ভালো থাকবো। তাহলে শুরুটা হোক এখন থেকেই!

পূর্ববর্তী নিবন্ধ‘ভুল’
পরবর্তী নিবন্ধবিশ্ব শিক্ষক দিবস ও একান্ত ভাবনা