হঠাৎ ভেঙে পড়ল পুরনো দ্বিতল ভবনের একাংশ

তিন ব্যবসায়ী ও এক পথচারী আহত

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদরে নির্মাণাধীন স্কুল মার্কেটের সামনে পুরাতন পাকা দ্বিতল বিশিষ্ট ভবনের একাংশ হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়েছে। এতে দোহাজারী বাজারের তিন ব্যবসায়ী ও এক পথচারীসহ চার জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন সুপারী ব্যবসায়ী মো. ফারুক (৩৫), মো. দেলোয়ার হোসেন (৬০), বাচা মিয়া (৫২) ও পথচারী ওসমান। তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর দুইজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পাকা দোকানের অংশ ধসে পড়ার ব্যাপারে ডেভেলপমেন্ট ও বাজার কমিটির পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

দোহাজারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, স্কুল মার্কেটের সামনে অবস্থিত পুরাতন ভবনটি ভাঙা শুরু করা হলেও এই বিষয়ে বাজার কমিটিকে অবহিত করা হয়নি। নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে বাজারের ভিতর ঝুঁকি নিয়ে কাজ করার সময় পুরাতন ভবনের একাংশ ধসে পড়ে। এতে চার জন গুরুতর আহত হয়।

নাহার বিল্ডার্স ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি বলেন, স্কুল মার্কেটের সামনে পুরাতন ভবনটি ভেঙে ফেলার জন্য পৌরসভাকে অবহিত করা হয় এবং টিন দিয়ে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছিল। বাজার কর্তৃপক্ষ দোকান বসানোর জন্য তা ভেঙে ফেলে। চন্দনাইশ ফায়ার সার্ভিসের কর্মী জুনায়েদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধসে পড়া দেয়ালের নিচে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ইটসুরকির আঘাতে তিনচার জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পূর্ববর্তী নিবন্ধএবার বেনজীরের পূর্বাচলের বাংলো জব্দ
পরবর্তী নিবন্ধ২ নম্বর গেটে সড়ক অবরোধ