হঠাৎ বাড়ি বিক্রি করলেন কেন সোনু নিগম

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের হঠাৎ করেই টাকা দরকার। এতটাই দরকার যে, নিজের একটি বাড়ি বিক্রি করে দিলেন তিনি। জানা গেছে, এই সম্পত্তির দাম প্রায় ৭ কোটি টাকা! তথ্য বলছে, মুম্বাইয়ের আন্ধেরির এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে। খবর বাংলানিউজের।

বলিউডে বহু তারকা রয়েছে যারা নিয়মিত সম্পত্তি ক্রয় করেন। পরে বাজার দর দেখে তা প্রথমে ভাড়া, পরে বিক্রয় করে দেন। শোনা যাচ্ছে, অন্য একটি জমি কেনার জন্যই নাকি এমন কাজ করেছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, সোনু কিন্তু এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না। সোনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লাখ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের এপ্রিল মাসে সোনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকাজুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআর্চার সাগরও বাদ পড়লেন বাছাইয়ে
পরবর্তী নিবন্ধসংসার ভাঙলো আরিফিন শুভর