কাপ্তাই উপজেলার হিসাব বিভাগ ভবনের বারান্দার ছাদের ২ দোলায় গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় হঠাৎ প্লাস্টার খসে পড়ে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর সাথে শপথ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখন বিকট শব্দে ছাদের প্লাস্টার খসে পড়ে। এ সময় ছাদে কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে শপথ নিতে প্রস্তুত ছিল। সৌভাগ্যবশত ছাদ খসে পড়ার কিছুক্ষণ পূর্বে ছাত্রীরা সেখান থেকে সরে নিচে নেমে আসে। তাই ছাদ খসের ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দোতলায় ছিল মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদের কার্যালয়। তিনি বলেন, যেভাবে ছাদ খসে পড়েছে তাতে আমরা দোতলায় বসে অফিস করতে ভয় পাচ্ছি। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, ছাদ খসে পড়ার সাথে সাথে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ছাদটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তিনি মৌখিকভাবে রিপোর্ট দিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ দোতলার অন্যান্য অফিস দ্রুত অন্যত্র সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।