হকিতে মোহামেডানকে হারিয়ে দিল আবাহনী

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার ফাইভের ম্যাচে আবাহনী ৪-২ গোলে মোহামেডানকে হারিয়েছে। প্রথম ধাপের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-০ গোলে হারের প্রতিশোধ নিল তারা।
মঙ্গলবার ম্যাচজুড়ে মোহামেডানের দুই আর্জেন্টাইন হোয়াকিম মেনিনি ও গনসালো পেইয়াত ছিলেন বড্ড মলিন। সুযোগ কম তৈরি করলেও সেগুলো কাজে লাগিয়ে জয়ের উচ্ছ্বাসে ভাসল আবাহনী। আবাহনীর খোরশেদ ২টি,আরশাদ হোসেন এবং ডাচ খেলোয়াড় কোলমান ১টি করে গোল করেন। মোহামেডানের আর্জেন্টাইন তারকা পেইয়াত ২টি গোল করেন। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। এক ম্যাচ কম খেলা মোহামেডান ৩৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

পূর্ববর্তী নিবন্ধনোনা জলের কাব্য জেলেরা দেখলো আগে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার জয়লাভ