হকি খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা হকি দল গঠনের লক্ষ্যে ১২ ও ১৩ জানুয়ারি বিকাল ৩ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে নিম্নোক্ত হকি খেলোয়াড়দেরকে সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল (মোবাইল নং- ০১৭১১-৮৯১৭৪৮) এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। জনি দাশ, আকরাম হামিদ, ইমরান, পলাশ, জে.বি. আর, আসিফ, সাইমন, মিজান, টিটু, মাহবুব, বেলাল, ফরহাদ, প্রিতম দাশ, ইরফান, প্রমোদ দেওয়ান, ইমন, সাজ্জাদ, জেকসন, রুবেল, রাসেল,শিমুল, রায়হান, রাজিব দাশ, সাদী, মিনহাজ, ছোটন, ইজমান, সাইদুর, সবুজ, অভয়, বিদর্শন, বিশাল, নিলেশ বৈদ্য, জয় চক্রবর্তী, সাকিব, শহিদুল, অর্পন দাশ, কফিল, সৌরভ, সৈকত, শয়ন দাশ, জুয়েল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকো. ফাইনালে চট্টগ্রাম