গত ৯ অক্টোবর নিজেদের মাঠে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। যদিও ম্যাচটিতে হেরেছে বাংলাদেশ। কিন্তু হংকং এর মত দলকে তিন গোল দিতে পারাটা অনেক বড় ব্যাপার। একেবারে শেষ মুহুর্তের গোলে সে ম্যাচটিতে হেরেছে বাংলাদেশ। চারদিন পর এবার হংকং এর মাঠে ফিরতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের অ্যাওয়ে ম্যাচে আজ হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। কাইটেক স্পোর্টস পার্ক মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয় টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে নিজেদের মাঠে হংকং এর কাছে রোমাঞ্চকর এক ম্যাচে ৪–৩ গোলে হেরেছে বাংলাদেশ। তাই এশিয়া কাপের বছাই পর্ব উৎরাতে হলে হংকং এর মাঠ থেকে জয় নিয়ে ফিরতে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশের ফুটবলে দারুণ এক পরিবর্তন এসেছে ব্রিটিশ–বাংলাদেশী হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে। মূলত তাকে ঘিরেই যেন নবজাগরণ ঘটেছে বাংলাদেশের ফুটবলে। তার সাথে কানাডা প্রবাসী সমিত সোম, ইতালী প্রবাসী ফাহমেদুল ইসলাম আর যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান ইসলামের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে করেছে সমীহ জাগানো এক দলে। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে ঠিকমত নিজেদের মত মেলে ধরতে পারছেনা। একেবারে প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র করে সেই যে একটি পয়েন্ট পেয়েছিল সেটিই এখনো প্রাপ্তি হয়ে আছে বাংলাদেশ দলের। এরপর নিজেদের মাঠে দুটি ম্যাচে হেরেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ২–১ গোলে আর হংকং এর বিপক্ষে ৪–৩ গোলে। যদিও হংকং এর বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ কয় সেকেন্ডে গোল হজম করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। এবার প্রতিপক্ষের মাঠে খেলা। কাইটেক স্পোর্টস পার্ক স্টেডিয়ামটির ধারন ক্ষমতা ৫০ হাজার। আর এটি একটি কাভার্ড স্টেডিয়াম। তাই এই মাঠের সাথে কতটা মানিয়ে নিতে পারবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিলেও বাংলাদেশ দলের ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়ে খেলতে বদ্ধপরিকর।
যদিও চারদিন আগে হংকং এ গেলেও সেখানকার অনুশীলন সুবিধা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ দল। তারপরও নিজেদের প্রস্তুত করে নিয়েছে কোচ হ্যাভিয়ের কারবেরার দল। ঘরের মাঠে হংকং এর বিপক্ষে একাদশ সাজানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ। বিশেষ করে জায়ান ইসলাম, জামাল ভুইয়াদের প্রথম একাদশে না রাখায় সমালোচনাটা সইতে হয়েছে বেশি। কারন বদলী হিসেবে তারা মাঠে নামার পর খেলা গতি বেড়েছিল সেদিন। দুটি গোলও পরিশোধ হয়েছিল তারা মাঠে নামার পর। তাছাড়া দলের অধিনায়ক জামাল ভুইয়া জানিয়েছেন শুরু থেকেই তিনি খেলতে চান। কিন্তু কোচ তার পরিকল্পনায় কি রেখেছেন সেটা বলা মুশকিল। যেহেতু প্রতিপক্ষের মাঠে খেলা নিশ্চয়ই সেভাবে পরিকল্পনা করেছেণ কোচ কারবেরা। গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন হামজা এবং সমিত সোম। গোল পেয়েছেন দুজনই। তাছাড়া জামাল ভুইয়া এবং জায়ান ইসলামও খেলেছেন দুর্দান্ত। কিন্তু আজকের ম্যাচের পরিকল্পনায় কি রেখেছেন কোচ সেটা হয়তো সময়ই বলে দেবে। গত রোববার এবং গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। যদিও অনুশীলন ভেন্যু নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ শিবির। তারপরও দলের কোচ জানিয়েছেন তারা সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছেন।
তিনি বাফুফের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় জানান অধিকাংশ সময় আমরা কাজে লাগাচ্ছি খেলোয়াড়দের রিকভারির জন্য। প্রথম দিনে আমাদের অনুশীলনের ভেন্যু ছিল একটু দূরে। তবে আমরা এখানকার কন্ডিশন ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পথে আছি। ঘরের মাঠে প্রথম লেগে হংকংয়ের জালে গোল পেয়েছিলেন হামজা। শেষ দিকে ৩–৩ সমতা ফিরিয়েছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা শোমিত সোম। ফিরতি লেগেও এই দুজনের কাছে বাড়তি প্রত্যাশা বাংলাদেশের। কাবরেরাও হামজাকে দেখছেন মাঠের ভেতরে–বাইরের নেতা হিসেবে। তাই আজকেও হামজার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। তবে লক্ষ্য এরই মধ্যে ঠিক করে ফেলেছে বাংলাদেশ দল। তা হচ্ছে জয় নিয়ে মাঠ ছাড়া।