হংকংয়ে ৬৮ তলা থেকে পড়ে ফরাসি ডেয়ারডেভিল লুসিডির মৃত্যু

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে আকাশচুম্বি ভবনের শীর্ষে উঠে কোনো অবলম্বন ছাড়াই ঝুঁকিপূর্ণ বিভিন্ন কসরৎ দেখিয়ে তাক লাগিয়ে দেওয়া ফ্রান্সের নাগরিক রেমি লুসিডি হংকংয়ের একটি আবাসিক ভবনের ৬৮ তলা থেকে পড়ে মারা গেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, নগরীটির ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের শীর্ষে ওঠার সময় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। ভবনটির শীর্ষ তলায় বিশেষ ভাবে নকশা করা ঢালু কাঁচের দেয়ালের অ্যাপার্টমেন্টের (পেন্টহাউস) বাইরে পৌঁছে তিনি আটকা পড়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজের। এসময় তিনি উন্মত্তভাবে একটি জানালায় ধাক্কা দিচ্ছিলেন এবং এতে ওই অ্যাপার্টমেন্টের এক গৃহকর্মী ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, পা হড়কে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে সকাল ৭টা ৩৮ মিনিটেও তিনি জীবিত ছিলেন। ওই সময় পেন্টহাউসের কাঁচের জানালায় ধাক্কা দিয়েছিলেন তিনি।

এতে ওই অ্যাপার্টমেন্টের এক গৃহকর্মী আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই পেন্টহাউসের বাইরে লুসিডি আটকা পড়ে যাওয়ার পর জানালায় ধাক্কা দিয়ে সাহায্য চেয়েছিলেন, কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে আকাশে উড়বে তুরস্কের যুদ্ধবিমান ‘কান’
পরবর্তী নিবন্ধযুদ্ধ এবার রাশিয়ার দিকে যাচ্ছে