হংকংয়ে শেষ স্মারকও ঢেকে ফেলা হলো

তিয়ানআনমেন বিক্ষোভ

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

তিয়ানআনমেন স্কয়ারে স্বাধীনতার দাবিতে ৩২ বছর আগে হওয়া বিক্ষোভের স্মরণে বানানো নগরীর শেষ স্মারক চিহ্নটিও মুছে ফেলেছে হংকং কর্তৃপক্ষ। হংকং ইউনিভার্সিটির কাছে একটি পায়ে চলা সেতুর উপর আঁকা ক্যালিগ্রাফিতে ১৯৮৯ সালে স্বাধীনতার পক্ষে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে হওয়া বিক্ষোভে শহীদদের স্মরণ করা হয়। প্রতিবছর শিক্ষার্থীরা নতুন করে ওই ক্যালিগ্রাফিতে রঙ করে দিত। খবর বিডিনিউজের।
শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধাতুর পাত বসিয়ে ওই ক্যালিগ্রাফি ঢেকে দেয়। তারা জানিয়েছেন, নিয়মিত সংস্কারের অংশ হিসেবে তারা এটা করেছেন। গত কয়েক বছর ধরে চীন সরকার দেশটির আধাস্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। যার অংশ হিসেবে হংকং থেকে একে একে তিয়েনআনমেন বিক্ষোভের স্মরণে বানানো নানা স্মারক মুছে ফেলা হচ্ছে।
রাজনৈতিক স্বাধীনতার দাবিতে ১৯৮৯ সালে হাজার হাজার বিক্ষোভকারী চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হয়ে কয়েক সপ্তাহ ধরে টানা বিক্ষোভ করেছিল। বিক্ষোভ দমনে চীন সরকার ওই বছর জুনে সেনাবাহিনী নামায় এবং সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়। চীন সরকারের হিসাব অনুযায়ী, বিক্ষোভে ২০০ বেসামরিক নাগরিক এবং বেশ কয়েক ডজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
কিন্তু বেসরকারিভাবে বিক্ষোভে ১০ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার দাবি করা হয়। তিয়েনআনমেন বিক্ষোভের একটি ভিডিও জগৎবিখ্যাত হয়। ওই ভিডিওতে রাস্তায় এক লোককে ভয়ডরহীন ভাবে খালি হাতে মাথা উঁচু করে সেনাবাহিনীর ট্যাঙ্কের সারির সামনে দাঁড়িয়ে সেগুলোর গতি রোধ করতে দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় কোভিডে মৃত্যু ৭ লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধইউক্রেনে রুশ হামলার পরিণতি হবে ভয়াবহ