হংকং চায়না ম্যাচের আগে চোটের থাবা বাংলাদেশ শিবিরে

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস ডেস্ক  | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কপালে ভাঁজ পড়েছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে। কারণ এরই মধ্যে চোটের থাবায় ক্যাম্প ছেড়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, কাজী তারিক রায়হান ও ফরোয়ার্ড আল আমিনের আছে চোট সমস্যা। এই তিন জনের চোট গুরুতর নয়, আপাতত এতটুকুই স্বস্তি বাংলাদেশ কোচের। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ অক্টোবর ফিরতি লেগ খেলতে হামজাজামালরা যাবেন প্রতিপক্ষের মাঠে। ক্যাম্পের দলে জায়গা পাওয়া ৩০ জনের মধ্যে ২৮ জনকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন কাবরেরা। হামজা চৌধুরী সোমবার ও শোমিত মঙ্গলবার যোগ দিবেন। কিন্তু ২৮ জন নিয়ে শুরু হওয়া প্রস্তুতিতে এরই মধ্যে দুজন ছিটকে গেছেন, তিন জনকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি পুরোপুরি। তবে, তপু, আল আমিন ও তারিককে পাওয়ার ব্যাপারে আশাবাদী কাবরেরা। ‘হ্যাঁ, চোটের কারণেই আমরা এবার বড় তালিকা করেছি। সুমন ও ইব্রাহিম দুজনেই ঠিকঠাকভাবে ক্যাম্পে এসেছিল। এমনকি তারিক, তপু ও আল আমিনও ভালোভাবে এসেছিল, কিন্তু পরে দেখলাম তাদের কিছু ইস্যু আছে, সুমন ও ইব্রাহিমের যথাসময়ে ফিট করে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাদের ফিট করে তোলা সম্ভব হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং এগুলো অনুসরণের নির্দেশনা দিয়ে ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারিক, তপু এবং আল আমিনএই তিন জনের ব্যাপারে আমরা আশাবাদী। তারিক ও আল আমিন আজকের অনুশীলনে ফিরেছে। আশা করি, তপুও দ্রুত ফিরবে।’ দুই দিন ক্লোজডোর অনুশীলনের পর রোববারের প্রস্তুতিতে গণমাধ্যমকর্মীদের জন্য ১৫ মিনিট উন্মুক্ত করেছিলেন কাবরেরা। অনুশীলন নিখুঁতভাবে চলছে বলে এদিন জানালেন এই স্প্যানিশ কোচ। ‘প্রস্তুতি ভালো চলছে। দ্বিতীয় সপ্তাহের অনুশীলন পর্ব শুরু করছি। এখন পর্যন্ত প্রস্তুতির আবহ নিয়ে আমি ভীষণ খুশি এবং ইতিবাচক। এখনও চারটি সেশন বাকি আছে, নিখুঁতভাবেই চলছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি তৈরি হওয়ার জন্য সময় আছে।’

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার ব্যাটিং কোচ হলেন জুলিয়ান উড
পরবর্তী নিবন্ধজয়ের রেকর্ড সেঞ্চুরিতে জয়ে ফিরল চট্টগ্রাম