এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে কানাডা ফিরেছিলেন সোমিত সোম। সে ম্যাচে তার খেলা বেশ নজর কেড়েছিল সমর্থকদের। বলা যায় দুর্দান্ত খেলেছিলেন সোমিত। এবার আবার এলেন দেশে। গত মঙ্গলবার নির্ধারিত সময়েই কানাডা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার টিম হোটেলে উঠে জানিয়েছেন হংকং চায়না ম্যাচে ভালো কিছু পাওয়ার আশাবাদ। জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন কানাডিয়ান লিগে খেলা মিডফিল্ডার সোমিত। হংকং ম্যাচে ভালো ফলের আশাবাদ জানিয়েছেন সোমিত। এশিয়ান ফুটবলের শ্রেষ্টত্বের লড়াই এশিয়া কাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত জয়হীন বাংলাদেশ। একটি মাত্র ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছিল ২–১ গোলে। আজ তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলতে নামার আগে দারুন আশাবদী দেখাল সোমিত সোমকে। তিনি বলেন আমি আশাবাদী। আমরা ভালো করতে পারি। তবে এটা ঠিক আমাদের ভালো খেলা হবে। কারন তারা কঠিন দল। তারাও ছাড় দেবেনা। তাই দেখি কী রকম হয়। তবে আমার বিশ্বাস আমরা ভালো করতে পারি। এমনকি দুই খেলায়ই জিততে পারি। বলতে পারি আমরা দুই খেলায় জেতার জণ্য মাঠে নামব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব। তিনি বলেন প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার এতে কোনো সন্দেহ নেই। এই ম্যাচ দুটি নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। নিজের ইনজুরি নিয়ে সোমিত বলে আমি এখন ঠিক আছি। কোন সমস্যা নাই। দলের সবাই মুখিয়ে আছে একটা সেরা ম্যাচ খেলার জন্য। দলের কোচও বেশ আন্তরিক। তিনিও চেষ্টা করছেন কিভাবে ভাল ফল বের করা যায়। সবচাইতে বড় কথা আমরা লড়াই করতে শিখে গেছি। আমরা লড়াই করে জিততে চাই। এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ ‘সি’ তে সিঙ্গাপুর এবং হংকং দু দল্েরই পয়েন্ট সমান। দুই ম্যাচ শেষে এক জয় আর এক ড্রতে ৪ পয়েন্ট দু দলেরই। অপরদিকে তিন নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট দুই ম্যাচ শেষে এক। ভারতের পয়েন্টও দুই ম্যাচ শেষে এক। তবে তাদের অবস্থান চার নম্বরে।