সয়াবিন তেলে ওজনে কারচুপি, জরিমানা অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৮ পূর্বাহ্ণ

নানা অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় সাকসেস অয়েল নামের কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা দেখতে পেলেন বেহাল দশা! ‘নবান্ন’, ‘গৃহিণী’ ব্র্যান্ড নাম দিয়ে বাজারজাত করা তাদের সয়াবিন তেলে ওজনে কারচুপি করারও প্রমাণ মেলে। এছাড়া তারা অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছিল। পরে কারখানাটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ধ্বংস করা হয় ৩০ হাজার টাকার রিএজেন্ট, বোতল ও লেবেল। এপিবিএন ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সাকসেস অয়েল বৈধ কাগজপত্র ছাড়াই অননুমোদিতভাবে বিএসটিআইর মানচিহ্ন (লোগো) ব্যবহার করছিল। ৫০০ মিলি লেখা বোতলে ৪৩০ মিলি তেল, ১ লিটার বোতলে ৯০০ মিলি তেল, ৫ লিটার বোতলে ৪ লিটার তেল বিক্রি করছিল। এছাড়া পাওয়া গেছে কারখানার ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট বা গুণগতমান পরীক্ষার কাজে ব্যবহৃত উপকরণ। তাই ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ২০ হাজার এবং অভিযান টিমের উদঘাটিত অপরাধের জন্য আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, বোতল ও লেবেল। এ ছাড়া কাপ্তাই রাস্তার মাথা এলাকার ক্যাফে আল মক্কাকে কিচেনে খোলা ডাস্টবিন রাখা, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ, অননুমোদিত সস ব্যবহার ও বাসি খাবার রাখায় ২০ হাজার টাকা জরিমানাসহ ভেজাল সস ও বাসি খাবার ধ্বংস করা হয়। হামিদিয়া হোটেলকে উৎপাদন-মেয়াদবিহীন দই ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। মোহরা এলাকার আলশেফা ফার্মেসিকে অননুমোদিত বিদেশি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৮ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। বহদ্দারহাট এলাকার কসমো নার্সারিকে ১১০ টাকার জৈব সার ১৪০ টাকায় বিক্রি করায় জনৈক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। পাশাপাশি তিনটি জায়গায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের ( টিসিবি) ট্রাকসেল কার্যক্রম মনিটরিং করা হয়েছে। মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, করোনা পরিস্থিতিতে ভোক্তাদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দশ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধবিএইচবিএফসির সাফল্যের স্বীকৃতি প্রয়াত এমডির নামে উৎসর্গ