পুকুরের পানিতে যেমন আকাশের ছায়া পড়ে, এখানেও ঠিক তেমনি পড়েছে আকাশের ছায়া। সড়কের মাঝখানে এ যেন ছোট্ট একটি পুকুর। মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজার থেকে বাংলাবাজারের দিকে যাওয়া প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক। সড়কের বড় এলাকা নিয়ে গর্ত। সেই গর্তে জমেছে বৃষ্টির পানি। প্রথম দেখায় মনে পড়বে পুকুরের কথা। জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কটির এমন বেহাল দশা। এর ফলে সকল শ্রেণী-পেশার মানুষকে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০১ সালের ৭ এপ্রিল এই সড়কটির কার্পেটিং কাজ উদ্বোধন করেন। এই সড়কের নামকরণ হয় তার বাবা এস রহমানের নামে। কিন্তু প্রায় ১৯ বছর সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন, ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে কাদা-জলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে চলাচলকারী কর্মজীবী রাজেশ মজুমদার বলেন, প্রতিদিন দুর্ভোগ নিয়ে এই সড়কে চলাফেরা করতে হয়।
জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী বলেন, এই সড়ক সংস্কারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা তিনি জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, এই সড়কটি সংস্কার করার কথা গত তিন বছর ধরে শুনছি। কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল কর্মকর্তা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, এই রাস্তাটির বিষয়ে প্রস্তাবনা দেওয়া আছে। বাজেট এলেই কাজ শুরু হবে।











