সড়কে বেপরোয়া গাড়ি চালাবেন না

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

জীবনের ভ্রমণটা খুব ছোট। এই ভ্রমণ উপভোগ করতে সাবধানে চলতে হয়। সৃষ্টিকর্তার সকল সৃষ্টি খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষকে তার বিবেক, বুদ্ধি দিয়ে অন্যেন্য সৃষ্টি থেকে আলাদা এক বিশেষ রূপ দিয়েছেন। ‘আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব উপাধী দিয়েছেন। স্রষ্টার সুন্দর সৃষ্টিগুলোকে মানবপ্রাণ উপভোগ করে। সেইসাথে মানুষের বিবেকবুদ্ধি যদি লোপ পায়, তাহলে সে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ করতে পারে না। তার আবেগের কারণে নিজের সুন্দর প্রাণটা বিদায় নেয়। ইদানীং কিছু যুবক তাদের নিজের কৌতূহলকে নিয়ন্ত্রণ করতে না পেরে বেপরোয়াভাবে গাড়ি চালানোতে অভ্যস্ত হয়ে পরেছে। তাছাড়া ট্রাক, বাস ইত্যাদি যানবাহনের চালক নিজেদের সাথে প্রতিযোগিতা করে দুর্ঘটনা সৃষ্টি করে। একটি ভুলের জন্য তার জীবন ও অন্যের জীবনে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি করে। দুর্ঘটনায় আহত কিংবা নিহত ব্যক্তির জন্য তার পরিবারও মানসিকভাবে ভেঙে পড়ে। অনেক সময় জীবনটাকে উপভোগ করার আগেই বিদায় নিতে হয়। তাই যেকোনো যানবাহন চালানোর সময় সাবধানে নিয়ন্ত্রণ করতে হবে। যাতে দুর্ঘটনার কবলে সুন্দর প্রাণগুলো সুন্দর এই পৃথিবী থেকে হারিয়ে না যায়।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম
শিক্ষার্থী, ব্যারিস্টার সুলতান আহমেদ চৌ. বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুজতবা আলী : বহুভাষাবিদ ও রম্যসাহিত্যিক
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে স্পিডব্রেকার প্রদান করা জরুরি