সড়কে দুই মহিলাসহ তিনজনের মৃত্যু

লোহাগাড়া ও হাটহাজারীতে দুর্ঘটনা

আজাদী ডেস্ক | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মাইক্রোবাস উল্টে মারা গেছেন দুই মহিলা। হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
লোহাগাড়ায় দুই মহিলা নিহত : লোহাগাড়ায় মাইক্রোবাস উল্টে দুই মহিলা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৩ জন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আবদুল হামিদের স্ত্রী রুবিনা আক্তার (২৫) ও একই এলাকার মোজাম্মেল হকের স্ত্রী মাহবুবা আক্তার মিতা (২৬)। আহতরা হলেন একই এলাকার হান্নান ভূঁইয়ার পুত্র মো. সেলিম (৫৫), তার স্ত্রী হাতিমা বেগম (৪৫) ও তাদের পুত্র আবদুল হামিদ (২৬)। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই মহিলা নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
মোটরসাইকেল আরোহী নিহত : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. খালেক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ২টার দিকে হাটহাজারী-অঙিজেন সড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকার মৃত ইমাম হোসেনের পুত্র।
এ সময় গুরুতর আহত হন মো. মঞ্জুরুল আলম মঞ্জু (৩৮) ও সাজ্জাদ (৩৬) নামে দুই আরোহী। আহতরা চিকনদন্ডী ইউনিয়নের মধু চৌধুরী বাড়ির রুহুল আমিন চৌধুরী ও বাচ্চু চেয়ারম্যানের বাড়ির মৃত সাংবাদিক আখতার সোলায়মানের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে আরোহীরা হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে প্রাণ কোম্পানির দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-উ-১২-১২০১) পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে। এ সময় চালকের পেছনে বসা দুই আরোহী কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন খালেক ও মঞ্জু। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমশা মারতে ব্যাঙ
পরবর্তী নিবন্ধ‘ছুটির গুজবে’ ব্যাপক দরপতন পুঁজিবাজারে