সড়কে কাদা-পানি, কচু লাগিয়ে প্রতিবাদ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা রহমানীয়া সড়ক থেকে শুরু করে প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়কে কচুর চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পশ্চিম বড়ঘোনার ৬ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের বিশাল জনগোষ্ঠীর চলাচলের এ সড়কটি কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে কচুর চারা রোপণ করে দেয়।

স্থানীয়রা জানান, প্রায় ২ কিলোমিটার সড়কটি কাঁচা মাটির। বর্ষা আসলে আমাদের দুর্ভোগের অন্ত থাকে না। এ সড়কটি ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের বিশাল জনগোষ্ঠীর একমাত্র বিকল্প সড়ক। এটি দিয়ে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার লোকের যাতায়াত হয়। বিশেষ করে পশ্চিম বড়ঘোনা রহমানীয়া সিনিয়র মাদরাসা, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়, দিদারিয়া নুরুল উলুম মাদরাসা, দারুল হিকমা ইসলামিয়া মাদরাসাসহ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলিম উল্লাহ মিজবাহ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। নানাভাবে চেষ্টা করেও কোনো প্রতিকার মেলেনি। শেষে তাই বৃহস্পতিবার প্রতিবাদ স্বরূপ সড়কে কচু রোপণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গন্ডামারা ইউপির চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, এ সড়কের অধিকাংশ কাজ শেষ হয়েছে। সামান্য কিছু কাজ রয়েছে তা বৃষ্টি এবং নির্বাচনের জন্য করতে পারেনি। এটা সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহর বাড়ির পাশে। সড়ক নিয়ে তিনি নতুন রাজনীতি করার চেষ্টা করছেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দফায় ডিপিপির খসড়া চূড়ান্ত
পরবর্তী নিবন্ধএবার ভেসে উঠল সাত কেজি ওজনের কাতলা