সড়ক মাঝের বিদ্যুৎ খুঁটি সরাচ্ছে পিডিবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:২৪ পূর্বাহ্ণ

নগরীর অলংকার ও সাগরিকা এলাকায় সড়কের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটিগুলো সরানোর কাজ শুরু করেছে পিডিবি। টাইগারপাস থেকে আমবাগান এলাকার রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটিগুলো সিটি কর্পোরেশনের সাথে আজকে (রবিবার) পিডিবির বৈঠকের পর সরানোর কাজ শুরু হবে। গতকাল শনিবার সকাল থেকে বিদ্যুতের খুঁটিগুলো সরোনার কাজ শুরু করা হয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম আজাদীকে জানান, শনিবার থেকে অলংকার ও সাগরিকা এলাকায় রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো সরানোর কাজ শুরু হয়েছে। টাইগারপাস ও আম বাগান এলাকার রাস্তার মাঝে খানের বিদ্যুতের খুঁটি গুলো কয়েকদিনের মধ্যে সরানোর কাজ শুরু হবে। এই ব্যাপারে রবিবার সিটি কর্পোরেশনের সাথে আমাদের প্রকৌশলীরা বসবেন। বসে সিদ্ধান্ত নেবেন।
জানা গেছে, বিদ্যুতের খুঁটিগুলো সড়কের মাঝখান থেকে সরানোর জন্য সিটি কর্পোরেশনকে টাকা পরিশোধ করতে হবে পিডিবির কাছে। এই ব্যাপারে আজ রবিবার বৈঠকে বসবে দুই সংস্থার কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের এমডি গ্রেপ্তার