সড়ক পরিবহন শ্রমিক লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় দারুল ফজল মার্কেট কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অথিতি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী। তিনি বলেন, দাবি আদায়ে ও বিদ্যমান সমস্যা সমাধানে সড়ক পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মিরন হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো. ওসমান গণি, মো. বখতেয়ার, সুনীল দেবনাথ, মো. লোকমান হাকিম, সৈয়দ মো. ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর শাখার কার্যকরী সভাপতি মো. আলী আকবর, আব্দুল গফুর, ফেরদৌস জামান মকুল, মো. আলমগীর, মো আবু সুলতান, বেলাল হোসেন লিটন, মো. ফিরোজ আহমেদ, সাজ্জাদ হোসেন লিংকন, মো. আব্বাস, মো. জিয়াউর রহমান ও মো. রফিক প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।










